Grade-I Heritage Building, Vde Notification No. 5584-UD/O/M/SB
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তাঁর A Short Account of the Parishad গ্রন্থে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে লিখেছিলেন, The Bangiya Sahitya Parishad was established………with a definite programme for the cultivation and improvement of the Bengali language and literature.
উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে ১৩০১ বঙ্গাব্দে শ্রাবণ, কার্ত্তিক ও মাঘ মাসে বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর মুখপত্র সাহিত্য–পরিষৎ–পত্রিকার তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। পরিষদের দ্বিতীয় অধিবেশন (৪ আষাঢ় ১৩০১ বঙ্গাব্দ, ইং ১৭ জুন ১৮৯৪)-এ রবীন্দ্রনাথ সহকারী সভাপতি পদে নির্বাচিত হলেন এবং এই অধিবেশনেই পরিষদের ‘নিয়মাবলী’ গৃহীত হলে এর ১১ (১) ধারায় বলা হল পরিষদের অন্যতম উদ্দেশ্য হবে ‘সারগর্ভ প্রাচীন পুঁথি ও প্রাচীন পান্ডুলিপির পুনর্মূদ্রণ বা প্রকাশ’। নিয়মাবলীর এই ঘোষণা অনুযায়ী গ্রন্থপ্রকাশ শুরু হল ১৩০৬ বঙ্গাব্দ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রকাশনা শাখার উদ্বোধন ১৩০৬ বঙ্গাব্দে।
নগেন্দ্রনাথ বসু সম্পাদিত ‘পীতাম্বর দাসের রসমঞ্জরী’ এবং বিজয় পণ্ডিত ও নগেন্দ্রনাথ বসু সম্পাদিত ‘মহাভারত’, প্রথম ভাগ ১৩০৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়। ১৩০৭ বঙ্গাব্দে হীরেন্দ্রনাথ দত্ত সম্পাদিত ‘কৃত্তিবাসের রামায়ণঃ অযোধ্যা কাণ্ড’, ১৩০৮ বঙ্গাব্দে ‘মহাভারত’, দ্বিতীয় ভাগ, ১৩১০ বঙ্গাব্দে ‘রামায়ণঃ উত্তর কাণ্ড’, ১৩১২ বঙ্গাব্দে বিনোদবিহারী কাব্যতীর্থ ও দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘ছুটিখানের মহাভারত (শ্রীকর নন্দী)’, বাসুদেব ঘোষ ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত ‘বৈষ্ণব পদাবলী’, নগেন্দ্রনাথ বসু ও কালিদাস নাগ সম্পাদিত ‘শ্রীশ্রীচৈতন্যমঙ্গল’, মানিক গাঙ্গুলি, হরপ্রসাদ শাস্ত্রী ও দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘শ্রীধর্মমঙ্গল’, নগেন্দ্রনাথ বসু সম্পাদিত ‘শ্রীকৃষ্ণপ্রেমতরঙ্গিণী ভাগবতাচার্য’ ইত্যাদি গ্রন্থ প্রকাশিত হয়।
প্রাক-আধুনিক বাংলা সাহিত্যের আরও দুটি উল্লেখযোগ্য প্রকাশনা হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধগান ও দোহা’ (১৩২৩ বঙ্গাব্দ) এবং বসন্তরঞ্জন রায় সম্পাদিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ (১৩২৩ বঙ্গাব্দ)।
বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর আরও দুটি উল্লেখযোগ্য প্রকাশনা ‘ভারতকোষ’ এবং ‘সাহিত্য সাধক চরিতমালা’। ‘ভারতকোষ’-এর পাঁচটি খণ্ড ১৩৭১ বঙ্গাব্দ থেকে ১৩৮০ বঙ্গাব্দের মধ্যে পর্যায়ক্রমে প্রকাশিত হয়। ‘সাহিত্য সাধক চরিতমালা’-র সূচনা ১৩৪৬ বঙ্গাব্দে কালীপ্রসন্ন সিংহ-এর জীবনীগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে। এই চরিতমালায় সাম্প্রতিকতম সংযোজন জন ক্লার্ক মার্শম্যানের জীবনীগ্রন্থ।
বেঙ্গল একাডেমি অব লিটারেচার ১৩০১ বঙ্গাব্দের ১৭ বৈশাখ বঙ্গীয় সাহিত্য পরিষৎ নামে অভিহিত হয়। ওই সালেই পরিষদের মুখপত্র সাহিত্য-পরিষৎ-পত্রিকা প্রকাশিত হয়। সূচনাপর্বের সম্পাদক ছিলেন রজনীকান্ত গুপ্ত। পরবর্তীকালে নগেন্দ্রনাথ বসু, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস প্রমুখ ব্যক্তিবর্গ পত্রিকাধ্যক্ষের পদ অলংকৃত করেছিলেন।
Bangiya Sahitya Parishat (বঙ্গীয় সাহিত্য পরিষৎ)
Grade-I Heritage Building, vide Notification No. 5584-UD/O/M/SB
243/1, Acharya Prafulla Chandra Road, Kolkata-700 006
Registered under Indian Societies registration Act. 1860, Reg. No.S/1450/1899-1900
© 2019-20 Bangiya Sahitya Parishat. All rights reserved.
Website designed & developed by Freedom Designs.