Bangiya Sahitya Parishat
( বঙ্গীয় সাহিত্য পরিষৎ )

Grade-I Heritage Building, Vde Notification No. 5584-UD/O/M/SB

সর্বশেষ সংবাদ

আগামী ৮ শ্রাবণ ১৪২৯(২৫ জুলাই ২০২২) সোমবার বঙ্গীয় সাহিত্য পরিষদের ১৩০তম প্রতিষ্ঠা-দিবস উদযাপন করা হবে। সকলকে স্বাগত 🙏

Latest Publications

Rare Collections

বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পর্কে

১৮৯৩ সালের ২৩ জুলাই (৮ শ্রাবণ ১৩০০ বিএস) প্রতিষ্ঠিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ একটি সমিতি (সমিতির নিবন্ধনের অধীনে নিবন্ধিত - নিবন্ধ নং এস / 1450 / 1899-1900) যা কেবল বাঙালির অধ্যয়ন ও বিকাশই রাখেনি ভাষা ও সাহিত্যের মূল লক্ষ্য হিসাবে এটির পাশাপাশি এটি সাংস্কৃতিক,ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক এবং অন্যান্য বৈজ্ঞানিক অধ্যয়ন এবং তদন্তের আওতাধীন বাংলার বিশেষ উল্লেখ সহ গবেষণাও রয়েছে।

গ্রন্থাগার সম্পর্কে

মূলত আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মহাশয়ের অনুপ্রেরণায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ গ্রন্থাগারটি ১৮৯৪ সালে (১৩০১ বিএস) প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রন্থাগারটি কয়েক জন লেখক, প্রকাশক, সাময়িকী সম্পাদক ও শুভাকাঙ্ক্ষী প্রবন্ধ সম্পাদক দ্বারা দান করা মুষ্টিমেয় বই দিয়ে শুরু হয়েছিল, এখন এটির ১,০১,৭১৯ সংখ্যক বই এবং ১৭,৫৫৮ সংখ্যক পত্র-পত্রিকা সংগ্রহ রয়েছে। সংগ্রহে অত্যন্ত বিরল ও মূল্যবান বইয়ের পাশাপাশি বাংলা ও ইংরেজিতে বিংশ শতাব্দীর অনেকগুলি সাময়িকী যেমন 'দিগদর্শন', 'সমাচার দর্পণ', 'সমাচারচন্দ্রিকা', 'ভারতের বন্ধু' ইত্যাদি রয়েছে। সংস্কৃত, ইংরেজি এবং হিন্দিতেও বইগুলির মোটামুটি ভাল সংগ্রহ।

ছবির সম্ভার

আসন্ন ঘটনাবলী