Bangiya Sahitya Parishat
( বঙ্গীয় সাহিত্য পরিষৎ )

Grade-I Heritage Building, Vde Notification No. 5584-UD/O/M/SB

১৩০০ বঙ্গাব্দের ৮ শ্রাবণ (ইং ২৩ জুলাই ১৮৯৩) বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সারস্বত প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু (নিবন্ধন সংখ্যা এস/১৪৫০/১৮৯৯-১৯০০)। উদ্দেশ্য হিসেবে শুধুমাত্র বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নই নয়, বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, পুরাতত্ত্ব, সমাজ এবং অন্যান্য বৈজ্ঞানিক পাঠ ও গবেষণা এই প্রতিষ্ঠানের পরিবৃত্তের অন্তর্গত।

১২২ বছর আগে শোভাবাজারের রাজা বিনয়কৃষ্ণ দেবের বাস ভবনে এই প্রতিষ্ঠানের সূচনার সময় এর নাম ছিল বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। পরের বছর প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষত-এ।পরিষদের ২৪৩/১, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা-৭০০০০৬ ঠিকানার ভবনটি সম্পূর্ণ হয় ১৯০৮ সালে। ১৮৯৩ থেকে ১৯০৮ সাল পর্যন্ত একাধিকবার ঠিকানা বদল করে বর্তমান ঠিকানায় পরিষৎ প্রতিষ্ঠিত হয় ১৯০৮ সালে। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রমেশচন্দ্র দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, নবীনচন্দ্র সেন, জগদীশচন্দ্র বোস, নির্মলকুমার বোস, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এই সারস্বত প্রতিষ্ঠানের সভাপতি অথবা সহসভাপতিরপদ অলঙ্কৃত করেছেন।

ভবনটিকে ১৯৯৭ সালে কলকাতা পৌরসভা প্রথম শ্রেণির হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করে।